বর্তমানে সকল ফোন কোম্পানিগুলো তাদের কোম্পানি ও গ্রাহকদের নিরাপত্তার কথা চিন্তা করে অ্যান্টিভাইরাস সফটওয়্যার দিয়ে দেয়। তাই ফোনে থাকা অ্যান্টিভাইরাস দিয়েই ফোনোর ভাইরাসকে নষ্ট করা যায় এবং এটাই সবচেয়ে সহজ ও নিরাপদ।
আর আপনি যদি অন্য কোনো অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করেন তাহলে দেখবেন, আপনার কাছে কিছু পারমিশন চাইছে,যেমন ( ক্যামের,লোকেশন) ইত্যাদি। যা এই অ্যাপের প্রয়োজন নেই, তবুও চাইছে। আর আপনিও ভাইরাস নষ্ট করার জন্য এইগুলোর অনুমতি দিয়ে দিলেন, তখন এই অ্যাপগুলো তাদের মালিক অর্থাৎ (যারা এই অ্যাপকে তৈরি করছে) তাদের কাছে আপনার সকল তথ্য পাঠিয়ে দেয়। এমন কি আপনার অজানতে আপনার ফোনে থাকা গুরুত্ব তথ্যও নিয়ে নিতে পারে। আবার আপনার অজানতেই আপনার ফোনের ক্যামেরাও তারা ব্যবহার করতে পারবে। এমনকি আপনার ফোনে কোনো ম্যালওয়ার টুকিয়ে দিতে পারে। যার ফলে আপনার সকল তথ্য হ্যাকিং হয়ে যাবে। আর আপনি হ্যাকারের হাতে জিম্মি হয়ে যাবেন। তাই এইগুলো ব্যবহার না করাই ভালো।
উত্তরটি ভালো লাগলে ও উপকারে আসলে সকলের কাছে শেয়ার করে দিন ও সকলকে হ্যাকিং থেকে বাঁচতে সাহায্য করুন।
0 Comments