Bishonno Shundor Nogori

Bishonno Shundor Nogori

মরন ফাঁদ'

 

▪️মরন ফাঁদ' এই যে মগজ ছিটকে বাইরে বেরিয়ে আসার মতো মাথার যন্ত্রনা নিয়ে লিখছ অথচ মানুষ তার নিজের মরন ফাঁদ কি নিদারুণ নিখুঁত ভাবে নিজ হাতে তৈরী করছে যার নাম দিয়েছে উন্নত সভ্যতা। সব যন্ত্রাংশ হয়ে ওঠে মানুষ, মানুষ হয়ে যায় যন্ত্র। সুযোগে সব শয়তানেরা পাঠ করে মানুষ বসের মন্ত্র। শয়তানদের নির্দেশনায় মানুষ হয়ে ওঠে একে_অপরের জন্য দাড়ালো ছুরী, সহানুভূতি দেখাতে গিয়ে বুকে জরিয়ে নেবার অভিনয়ে তারা হত্যা করে সেই ছুড়ীর আঘাতে একে -অপরকে। যা দেখে শয়তানেরা উৎসব করে, নেচে যায় এবং গোগ্রাসে খেয়ে গেয়ে ওঠে যত আনন্দের গান আহা কি দারুণ এই সকল বোকা মানুষদের রক্তের স্বাদ এবং ঘ্রাণ। -রেজাউল ০৬-০৬-২২

Post a Comment

0 Comments