Bishonno Shundor Nogori

Bishonno Shundor Nogori

সমুদ্র সন্ধ্যে

 

▪️সমুদ্র সন্ধ্যে' কফিনের ভিতর লুকিয়া রাখা নিজেকে, মৃত্যুর সহজ স্বাভাবিক গল্প শুনিয়ে ঘুম পারিয়ে দেবার অনেক ঘুম শেষে চোখ মেলে দেখি কফিন বাক্সটি প্রজাপতির মতো ডানা মেলে ওড়ছে নীল নীলে মেঘেদের সাথে। তৃষ্ণা শুকিয়ে,শুকিয়ে যখন এক সমুদ্র মদের সুসার দেখে নেচে ওঠলো সমুদ্র তরঙ্গের সাথে তীরে আচরে পড়া লোনা জলের ঢেউ তোমার আমার পদচিহ্ন নিঃশেষ করে দেওয়ার মতোই সুন্দর স্মৃতি ধ্বংস। সিগারেটের আগুন' যোগান' এর চেয়ে সহজ লভ্য এখানে প্রেম। ঝড়ো হাওয়ায় একাধিক দিয়াসলাই ব্যয়িত হয়ে যাওয়ার পর সিগারেট জ্বলে ওঠে। সূর্য ঘুমিয়ে যাওয়ার অনেক পর রাতের মধ্য ভাগে দেখা মেলে ' হৃদয় রঙিন করার একমাত্র রং অন্ধকার। শৈবাল পাথরে ঘষে,ঘষে শানীত ছুড়ি আঘাতে খুব সহজেই ছাড়িয়ে ফেলা যায় নিজ ছাঁয়ার পরিত্যক্ত খোলস কিংবা অনেক বছরের পুরনো মুখোস। নির্জন পরিত্যক্ত পথে নিজের সন্ধানে ওঠে যাই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় ' সেখান থেকে দেখি সমুদ্র গভীরে এক অসচ্ছ্য কবর। -রেজাউল ২২-০৯-২২
❤️
Enter

Rihan


Post a Comment

0 Comments