একটা টাওয়ার ভূমি থেকে ১০০-২০০ মিটার হয় । যা অনেক উচু। আকাশ দিয়ে যখন কোন প্লেন বা হেলিকাপ্টার উড়ে যায় তখন অনেকসময় কোন কারনবশত অপেক্ষাকৃত নিচ দিয়ে যেতে হয়।
নিচ দিয়ে যাওয়ার সময় যদি টাওয়ারের সাথে সংঘর্ষ হয়, তাহলে বড় ধরনের বিপদের সম্ভবনা থাকে। কিন্তু যদি ঐসকল টাওয়ারের রং লাল-সাদা হয় তাহলে উপর বা নিচ, যেকোন দিক থেকে টাওয়ার স্পষ্ট দেখা যায় । কেননা, আকাশের রং নীল । রাতের বেলা পাইলট কে সতর্কবার্তা দেওয়ার জন্যই লাল বাতি জ্বালানো হয় ।
নীল রংয়ের বিপরীতে লাল এবং সাদা রং স্পষ্টভাবে ফুটে উঠে।
এজন্যই সকল অপারেটরদের টাওয়ারের রং লাল এবং সাদা থাকে।
0 Comments