নবোজাগোরিতো তল্লাটে চাঁদের দীর্ঘ ঘুমের অপেক্ষায়
ঘুমন্ত রাত্রি স্বপ্নে শিউরে বিদ্যুতের মতো চিৎকার করে উঠছে।
যেনো এক বন্যজন্তুর সম্মুখীন লড়াই চলছে,
চার দেয়ালে মাথা ঠুকে।
আজ উষায় ক্ষুদার অন্বেষন কাটলো বুঝি।
না হিংস্র প্রাণীটি সম্পূর্ণ গিলে খায়নি তাকে,
কেবল হাঁচড়ে নখে মাংস তুলে নিয়েছে,
লালাসিত দেহের ভোগে বুকের পরে মাথা রেখে সমুদ্র ফ্যানা অনুভব করেছে।
খোলা আকাশের নীচে যেমন করে মাথায় বাজ পড়ে উচ্ছিষ্ট নারীটি তেমনি রাস্তায় যাযাবর।
নরকের শহরে নাম হয়েছে তার “নন্দিতা”।
কায়ার পেছনে ছায়ার মতো,
সূর্যের পেছনে রাহুর মতো,
বর্তমানে তার প্রেতত্মাকেউ দেখতে পাওয়া যায়।
অত্যাচার প্রতিবাদের উত্তাপে পা হয়েছে তার ক্ষয়।
দাবানলে বিষাক্ত তার জীবন অবশিষ্ট নেই আর,
শুধু একটি দীর্ঘ ঘুমের অপেক্ষার।
- তানিয়া দাস
- ৩ অক্টোবর ২০২২ রবিবার, বিকাল ৪.৩০
- বালুরঘাট
0 Comments